বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গের বনমন্ত্রী রাজীব ব্যানার্জির পদত্যাগ

  •    
  • ২২ জানুয়ারি, ২০২১ ১৮:৪২

বহুদিন ধরেই জল্পনা চলছে, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। এর আগে পরিবহনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ত্যাগ করেন শুভেন্দু অধিকারি। পরে তিনি যোগ দেন বিজেপিতে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি ইস্তফা দিয়েছেন। শুক্রবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। খুব সম্ভবত তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।

বহুদিন ধরেই জল্পনা চলছে মমতার মন্ত্রিসভার বনমন্ত্রী বিজেপিতে যোগ দিচ্ছেন। এর আগে পরিবহন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ত্যাগ করেন শুভেন্দু অধিকারি। পরে যোগ দেন বিজেপিতে।

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাও। তিনি অবশ্য রাজনীতি থেকেই অবসর নেয়ার কথা বলেছেন।

রাজীব বিজেপিতে যাওয়ার কথা অবশ্য এখনও ঘোষণা করেননি। তবে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিন কয়েক আগেই। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর ক্ষোভ প্রকাশ থেকেই জল্পনা বেড়েছিল। আজ আরও বাড়ল।

রাজীবের ইস্তফা প্রসঙ্গে তৃণমূল নেত্রী বৈশালী ডালমিয়াও তাঁর দলবদলের সম্ভাবনা উসকে দিলেন। বললেন, ‘রাজীবের পদত্যাগই প্রমাণ করে তৃণমূলে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।’

রাজীব তাঁর ইস্তফাপত্রে লিখেছেন, আমি দুঃখের সঙ্গে এই পদত্যাগের কথা জানাচ্ছি।তবে রাজ্যের মানুষের জন্য কাজ করতে দেয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি সম্মানিত বোধ করছি।’

ফেসবুকে তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুরা, আমি আজ থেকে পশ্চিমবঙ্গের বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে পদত্যাগ করছি ।অনেক বছর ধরে আমি সম্পূর্ণ দায়িত্ব ও পরিশ্রমের সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।’

তবে তাঁর ফেসবুক প্রোফাইলে আজ সকালেও লেখা ছিল, ‘বাংলার গর্ব মমতা’। ছিল তৃণমূলের ঘাসফুল প্রতীকও। এই প্রতিবেদন লেখার সময়ও সেটি বদল করা হয়নি।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রাজীবের বিজেপিতে যোগ দেয়া নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে না। তৃণমূলের অন্দরে যে চরম স্বেচ্ছাচারিতা চলেছে সেই বিবৃতি দলের লোকেরাই দিচ্ছে।’

রাজীবের অবসর প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেন, ‘উনি (রাজীব) দল ছাড়ায় তৃণমূলের কোনও ক্ষতি হবে না।বেশ কিছুদিন ধরেই মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছিলেন না। বনমন্ত্রী জঙ্গলে না গিয়ে শহরেই ব্যস্ত ছিলেন।’

এ বিভাগের আরো খবর